নিম্নলিখিত শর্তগুলি পূরণ হলে স্থানীয় অভিবাসন অফিসে (☎1345) অভিবাসীরা নাগরিকত্বের জন্য আবেদন করার অধিকারী।
নিম্নলিখিত শর্তগুলি অবশ্যই পূরণ করতে হবে। আবেদনকারীদের নাগরিকত্ব অর্পণের কাজে নিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার জন্য এবং তারপরে সযত্নে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করতে সুপারিশ করা হচ্ছে।
① আবেদনকারী কোরিয়ায় পাঁচ বছর অথবা তার বেশি থেকেছেন।
② আবেদনকারী, যাঁর বাবা অথবা মা কোরিয়ার নাগরিক অথবা যাঁর বাবা-মা কোরিয়ায় জন্মগ্রহণ করেছেন, তিন বছর অথবা তার বেশি কোরিয়ায় থেকেছেন।
③ একজন কোরিয়ান স্বামী/স্ত্রীর সঙ্গে বিবাহের পরে আবেদনকারী কোরিয়ায় টানা 2 বছর অথবা তার চেয়ে বেশি সময় থেকেছেন।
④ আবেদনকারীর বাবা অথবা মা কোরিয়ার নাগরিক।
※ যখন কোনো আবেদনকারীর বাবা অথবা মা কোরিয়ার নাগরিকত্ব পাওয়ার জন্য অনুমোদিত, তখন সেই আবেদনকারী তাঁর বয়স, বৈবাহিক অবস্থান এবং থাকার সময়কাল যাই হোক না কেন, নাগরিকত্ব অর্পণের বিশেষ প্রক্রিয়ার জন্য আবেদন করতে পারেন।
⑤ আবেদনকারী কোরিয়া প্রজাতন্ত্রের হয়ে বিশেষ অবদান রেখেছেন।
① বিদেশী নিবন্ধীকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসী কোরিয়ায় ধারাবাহিকভাবে 2 বছর অথবা তার চেয়ে বেশি সময় থেকেছেন।
② কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসী 3 বছর অথবা ততোধিক কাল বিবাহিত থাকাকালীন কোরিয়ায় ধারাবাহিকভাবে 1 বছর অথবা তার চেয়ে বেশি সময় থেকেছেন।
③ কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসী 2 বছর অথবা তার বেশি সময় কোরিয়ায় বসবাস করেছেন, কিন্তু তাঁর কোরিয়ান স্বামী/স্ত্রীর মৃত্যু অথবা নিখোঁজ হওয়ার কারণে অথবা তাঁকে দায়ী করা যায় না এমন অন্য কোনো কারণে বিবাহ রক্ষা করতে পারেননি।
④ কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসী কোরিয়ান স্বামী/স্ত্রীর সঙ্গে বিবাহের ফলে জন্ম নিয়েছে এমন অপ্রাপ্তবয়স্ক শিশুকে বড় করে তুলছেন অথবা তা করা প্রয়োজন।
① নাগরিকত্ব অর্জনের আবেদন এবং নথিপত্র জমা দেওয়া
-নাগরিকত্ব অর্জনের আবেদন অবশ্যই শুধু কোরিয়া ইমিগ্রেশন সার্ভিস্ এর অফিসে করতে হবে, যারা নাগরিকত্ব অর্পণের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাঁদের কাছে। আবেদন জমা দেওয়ার জন্য কোরিয়ান স্বামী/স্ত্রীকে অবশ্যই স্থানীয় ইমিগ্রেশন অফিসে যেতে হবে।
② নাগরিকত্ব অর্পণের অনুমোদন
বিচার মন্ত্রণালয় এর কাছ থেকে নাগরিকত্ব অর্পণের বিজ্ঞপ্তি পাওয়ার পর অভিবাসী ব্যক্তি তাঁর পারিবারিক সদস্যদের নাম নথিভুক্ত করবেন, মূল নাগরিকত্ব ত্যাগ করবেন, তাঁর বাসস্থানের নিবন্ধীকরণ করবেন এবং বিদেশী নিবন্ধীকরণ কার্ড ফেরত দেবেন।
③ যোগ্যতা নির্ণয় সংক্রান্ত নির্বাচন এবং সাক্ষাৎকার
• আবেদনকারীর নথিপত্র পরীক্ষা এবং বহিরঙ্গন অনুসন্ধান করা হবে এবং সাক্ষাৎকার নেওয়া হবে। সাধারণত এই প্রক্রিয়ায় এক বছরের তুলনায় বেশি সময় লাগে।
• যেহেতু বিজ্ঞপ্তি সাধারণত সাক্ষাৎকারের 2 থেকে 4 সপ্তাহ আগে আবেদনকারীকে দেওয়া হয়, আবেদনকারী আবেদন জমা দেওয়ার পরে নতুন বাসস্থানে গিয়ে থাকলে তাঁর বাসস্থানের পরিবর্তন সম্পর্কিত তথ্য স্থানীয় কোরিয়া ইমিগ্রেশন অফিসকে জানাবেন।
• কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসীকে লিখিত পরীক্ষা দিতে হয় না। কোরিয়ান নাগরিকত্ব পাওয়ার জন্য কোরিয়ান ভাষায় তাঁদের দক্ষতা এবং প্রাথমিক জ্ঞান পরীক্ষা করার জন্য সাক্ষাৎকার নেওয়া হয়।
• যেসব আবেদনকারী প্রথম সাক্ষাৎকারে ব্যর্থ হন, তাঁদের জন্য আরও দুটি সাক্ষাৎকারের সুযোগ আছে।
④ পারিবারিক সদস্যদের নিবন্ধীকরণ
• কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসী নাগরিকত্ব অর্জন করার এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনিক কার্যালয়ে (সিটি হল, ডিস্ট্রিক্ট অফিস অথবা টাউন অফিস) গিয়ে তাঁদের পারিবারিক সদস্যদের নাম নথিভুক্ত করবেন।
• পারিবারিক সদস্যদের নাম নথিভুক্ত করার জন্য নাগরিকত্ব অর্জনের সার্টিফিকেট এবং বিদেশী নিবন্ধীকরণ কার্ড এর প্রয়োজন হয়।
⑤ বিদেশী নাগরিকত্ব পরিত্যাগ
• নাগরিকত্ব অনুমোদনের এক বছরের মধ্যে অভিবাসীরা তাঁদের নিজের দেশের দূতাবাসে বিদেশে তাঁদের নাগরিকত্ব পরিত্যাগ করবেন। এরপরে তাঁরা দূতাবাসের দেওয়া নাগরিকত্ব পরিত্যাগের সার্টিফিকেট কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিস্ এর দূতাবাসে জমা দেবেন যাতে বিদেশী নাগরিকত্ব পরিত্যাগের সার্টিফিকেট পেতে পারেন।
• যদি নির্দিষ্ট সময়কালের মধ্যে অভিবাসীরা নাগরিকত্ব পরিত্যাগের সার্টিফিকেট পেতে ব্যর্থ হন, তাহলে তাঁদের কোরিয়ার নাগরিকত্ব আপনা আপনিই বাতিল হয়ে যাবে।
• নিজের দেশের দূতাবাস না থাকার কারণে অথবা নিজের দেশের আইন অনুসারে কর্তৃপক্ষ নাগরিকত্ব পরিত্যাগের সার্টিফিকেট দিতে অপারগ হওয়ার কারণে যখন একজন অভিবাসী নাগরিকত্ব পরিত্যাগের সার্টিফিকেট পান না, তখন তিনি বাসিন্দা হিসেবে নিবন্ধীকরণ জানানোর জন্য একটি সাময়িক নাগরিকত্ব পরিত্যাগের সার্টিফিকেট পাওয়ার লক্ষ্যে বিদেশের নাগরিকত্ব পরিত্যাগের অঙ্গীকারপত্র জমা দেবেন।
⑥ বিদেশী নিবন্ধীকরণ কার্ড ফেরত দেওয়া
• আবেদনকারীরা অবশ্যই তাঁদের বিদেশী নিবন্ধীকরণ কার্ড স্থানীয় কোরিয়া ইমিগ্রেশন সার্ভিস এর কার্যালয়ে নাগরিকত্ব অর্জনের বিজ্ঞপ্তি, পারিবারিক সদস্যদের সার্টিফিকেট এবং বাসিন্দা নিবন্ধীকরণ কার্ডসহ বাসিন্দা হিসেবে নিবন্ধীকরণ হওয়ার 14 দিনের মধ্যে জমা দেবেন।
⑦ বাসিন্দা হিসেবে নিবন্ধীকরণ
• আবেদনকারীরা অবশ্যই বাসিন্দা হিসেবে নিবন্ধীকরণের জন্য আবেদন করতে এবং স্থানীয় প্রশাসনিক কার্যালয় থেকে বাসিন্দা নিবন্ধীকরণ কার্ড পেতে নাগরিকত্ব অর্জন অনুমোদনের বিজ্ঞপ্তিপত্র, প্রাথমিক সার্টিফিকেটসমূহ এবং বিদেশী নাগরিকত্ব পরিত্যাগের সার্টিফিকেট নিয়ে আসবেন।
• বাসিন্দা নিবন্ধীকরণ কার্ড পুনরায় পাওয়া: যদি বাসিন্দা নিবন্ধীকরণ কার্ড হারিয়ে যায়, তাহলে তা পুনরায় দেওয়ার জন্য আবেদন এবং একটি পরিচয়জ্ঞাপক ছবিসহ (3 সে.মি. x 4 সে.মি. ছবি যা গত ছয় মাসের মধ্যে তোলা হয়েছে) স্থানীয় প্রশাসনিক অফিসে জমা দিল এই কার্ড পুনরায় দেওয়া হয়।
• নতুন স্থানে বসবাসের জন্য যাওয়া: অভিবাসী অবশ্যই নতুন বাসস্থানে যাওয়ার 14 দিনের মধ্যে স্থানীয় প্রশাসনিক কার্যালয়ে তাঁর নতুন ঠিকানা জানাবেন।
নাগরিকত্ব অর্জন এবং বাসিন্দা নিবন্ধীকরণের প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে অভিবাসী বাসিন্দা নিবন্ধীকরণ কার্ড পাওয়ার যোগ্য হন। বাসিন্দা নিবন্ধীকরণ কার্ড হল কোরিয়ার নাগরিকত্বের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় পরিচয়পত্র। প্রশাসনিক প্রতিবেদন, সরকারি নথিপত্র দেওয়া এবং প্রশাসনিক পরিষেবা নেওয়ার ক্ষেত্রে এর প্রয়োজন হয়। বাসিন্দা নিবন্ধীকরণ কার্ড অবশ্যই অন্য কাউকে দেওয়া যাবে না এবং বাসিন্দা নিবন্ধীকরণ নম্বর অন্য কারো কাছে প্রকাশ করা যাবে না কারণ এর ফলে অভিবাসীর অপরাধমূলক কাজকর্মে ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিচয় চুরি হওয়ার ঝুঁকি থাকে।
※ যদি দেখা যায় যে সংশ্লিষ্ট বাসিন্দা অন্যত্র বসবাস করছেন, তাহলে বাসিন্দা হিসেবে তাঁর নিবন্ধীকরণ বাতিল হতে পারে।
নিম্নলিখিত ক্ষেত্রে কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসীদের স্থায়ী বসবাসের অধিকারের সমাপ্তি ঘটতে পারে।
পুনঃপ্রবেশের অনুমোদিত সময়কালের মধ্যে কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসী পুনরায় কোরিয়ায় প্রবেশ করতে ব্যর্থ হন।
কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসী এমন কোনো অপরাধ করেন যা বিদ্রোহ অথবা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি হিসেবে গণ্য
কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসী খুন, ডাকাতি, মাদকদ্রব্যের চোরাচালান, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘন, ধর্ষণ, যৌন হিংসাত্মক ঘটনা অথবা যৌন হয়রানির মত অপরাধ সংঘটিত করেন।
কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসী একটি মিথ্যা অথবা বেআইনি পদ্ধতি ব্যবহার করে স্থায়ী বসবাসের যোগ্যতা লাভ করেছেন।
দেখা যায় যে কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসী একটি মিথ্যা বিবাহের সঙ্গে যুক্ত।
একটি নকল পাসপোর্ট অথবা অন্য কোনো ব্যক্তির পাসপোর্ট ব্যবহার করে কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসী কোরিয়ায় প্রবেশ করেছেন।
※ মিথ্যা বিবাহ বলতে বোঝায় বিবাহ করার প্রকৃত অভিপ্রায় ছাড়া বিবাহের নিবন্ধীকরণ যার ফলে অপরাধমূলক ঘটনায় অংশ নেওয়ার জন্য শাস্তি হতে পারে। তবে যদি কোরিয়ান স্বামী/স্ত্রী ঘটকালি পরিষেবার জন্য অর্থপ্রদান করেন, তাহলে মিথ্যা বিবাহ হতে পারে না।
কোরিয়ান নাগরিক হওয়ার উপযুক্ত হইলে প্রয়োজনীয় কাগজ পত্র তৈরি করে নিজ ইমিগ্রেশন(☎1345) গিয়ে আবেদন করা যাবে।
আবেদন করার উপযুক্ত হলেও দায়িত্ব প্রাপ্ত অফিসর সাথে আলোচনা করার পর কাগজ পত্র তৈরি করতে হবে
① কোরিয়াতে ৫ বৎসরের বেশি বসবাস করছে যে লোক।
② মা-বাবার মধ্যে কোরিয়ান অথবা কোরিয়াতে জন্ম হয়েছে এবং কোরিয়াতে ৩ বৎসরের বেশি থাকছে যে লোক।
③ কোরিয়ান বিবাহ করে ২ বৎসরের বেশি থাকছে যে লোক।
④ মা-বাবার মধ্যে কোরিয়ান নাগিরক থাকলে।
※ ম-বাবার মধ্যে কোরিয়ান নাগরিক হয়ে থাকলে ছেলে মেয়ের বয়স বা বিবাহ হয়েছে কিনা, অথবা কোরিয়াতে কতদিন হয়েছে কিনা, এগুলো প্রযোজন না থাকলেও কোরিয়ান নাগরিকত্ব হওয়ার জন্য আবেদন কারা যাবে।
⑤ কোরিয়াতে কোন বিশেষ ভাবে যে সুনাম অর্জন করেছে এমন লোক।
① কোরিয়াতে এসে প্রথমে পরিচয় পত্র করার পর ২ বৎসর বৈধ ভাবে থাকলে।
② বিবাহ করার পর ৩ বৎসরের মধ্যে ১ বৎসরের যাবৎ কোরিয়াতে থাকছে যারা।
③ কোরিয়ান বিবাহ করার পর কোরিয়ান সঙ্গী কোন কারণে মৃত্যু বা হারিয়ে গেলে, এছাড়া নিজের ভুল না থাকলে অথবা ২ বৎসরের বেশি থাকলে যারা।
④ কোরিয়ান বিবাহের মাধ্যমে যে সন্তান হয়েছে এবং এই সন্তানকে অন্য কোন লোক লালন-পালন করে থাকলে ঐ লোক।
কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসীদের অধিকার আছে অবস্থার পরিবর্তনের জন্য আবেদন করে কোরিয়ায় স্থায়ী বসবাসের যোগ্যতা লাভ করার যদি তাঁরা কোরিয়ায় কমপক্ষে দু'বছরের বেশি বসবাস করে থাকেন এবং নিম্নলিখিত শর্তগুলি পূরণ করে থাকেন।
আবেদনকারী তাঁর কোরিয়ান স্বামী/স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক রক্ষা করছেন। কোরিয়ান স্বামী/স্ত্রীর মৃত্যু ঘটেছে অথবা তিনি আদালত কর্তৃক অন্তর্হিত বলে ঘোষিত হয়েছেন। আবেদনকারী তাঁর কোরিয়ান স্বামী/স্ত্রীর কাছ থেকে বিবাহ-বিচ্ছিন্ন অথবা পৃথক হয়ে গেছেন এমন কোনো কারণে যার দায়িত্ব, যাচাই করে দেখা গেছে যে, আবেদনকারীর নয়। বিবাহ-বিচ্ছেদ অথবা পৃথক থাকা সত্ত্বেও কোরিয়ান স্বামী/স্ত্রীর সঙ্গে বিবাহের ফলে যে অপ্রাপ্তবয়স্ক শিশু জন্মেছে আবেদনকারী তাকে বড় করে তুলছেন।
(2) স্থায়ী বসবাসের লক্ষ্যে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
থাকার অবস্থান পরিবর্তনের জন্য আবেদন (F-2 → F-5)
পাসপোর্ট অথবা বিদেশী নিবন্ধীকরণ সার্টিফিকেট
পারিবারিক সদস্য সম্পর্কে সার্টিফিকেট এবং কোরিয়ান স্বামী/স্ত্রীর অধিবাসী নিবন্ধীকরণের অনুলিপি
※ যখন কোরিয়ান স্বামী/স্ত্রী অন্তর্হিত হয়েছেন অথবা তাঁর মৃত্যু ঘটেছে, তখন আদালতের দেওয়া অন্তর্হিত হওয়ার অথবা মৃত্যুর সার্টিফিকেট প্রয়োজন হবে। যখন আবেদনকারী তাঁর কোরিয়ান স্বামী/স্ত্রীর কাছ থেকে বিবাহ-বিচ্ছিন্ন অথবা পৃথক হয়ে গেছেন, তখন আদালতের এই মর্মে লিখিত নির্দেশ প্রয়োজন হবে যাতে নির্দিষ্ট করে বলা আছে যে বিবাহ-বিচ্ছেদ অথবা পৃথক হয়ে যাওয়ার জন্য কোরিয়ান স্বামী/স্ত্রীকে দায়ী করা যায়।
সম্পত্তির মালিকানার সত্যতা যাচাইয়ের নথিপত্র (নিচের যে কোনো একটি)
- জমা সার্টিফিকেট যার মাধ্যমে সত্যতা যাচাই করা হবে যে আবেদনকারী অথবা তাঁর পরিবারের সদস্যের 300 কোটি উওন অথবা তার চেয়ে বেশি অর্থ ব্যাঙ্ক অ্যাকাউণ্ট-এ আছে।
- স্থাবর সম্পত্তির রেজিস্টার অথবা লিজ্ এর চুক্তির কপি
- কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসী অথবা তাঁর স্বামী/স্ত্রীর যে ধারাবাহিকভাবে স্থিতিশীল আয় আছে তার সত্যতা যাচাইয়ের জন্য নথিপত্র
স্বদেশের কোনো কর্তৃপক্ষের দেওয়া অপরাধমূলক রেকর্ড এর সার্টিফিকেট
কোরিয়ান ভাষায় দক্ষতার পরীক্ষার (TOPIK) নম্বর অথবা কোরিয়া ইমিগ্রেশন অ্যাণ্ড ইণ্টিগ্রেশন প্রোগ্রাম (KIIP) সম্পূর্ণ করার সার্টিফিকেট যা কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন নির্বাচিত অভিবাসী অথবা তাঁদের অপ্রাপ্তবয়স্ক শিশুর জন্য প্রয়োজন
50,000 উওন এর প্রক্রিয়াকরণ ফি
কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসীদের মূল জাতিগত পরিচয় পরিত্যাগ করতে হয় না। কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসীরা স্থায়ীভাবে কোরিয়ায় বসবাস করার অধিকার পান, তাঁদের কোরিয়ান স্বামী/স্ত্রীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও। কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসীরা স্থায়ী নাগরিকত্ব পাওয়ার তিন বছর পরে আঞ্চলিক নির্বাচনে ভোট দিতে পারেন। কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসীদের প্রস্থানের এক বছরের মধ্যে কোরিয়ায় পুনঃপ্রবেশের সময় পুনঃপ্রবেশের ভিসা পেতে হয় না।
বিদেশীদের মধ্যে কোন তথ্য দেওয়ার নিয়ম থাকে, এই নিয়মটা অমান্য করলে জরিমানা হবে, অথবা অসুবিদায় পড়তে পারে এ ব্যপারে সাবধান।
বিদেশীরা ইমিগ্রেশন অসিসে গিয়ে রেজিষ্টার করার পর নিবন্ধন করার নিয়ম হয়েছে, এখন ১৪ দিনের মধ্যে নিজ ইমিগ্রেশন(☎1345) গিয়ে রেজিষ্টার পরিবর্তন করতে হবে।
বিবরণ দেওয়ার কারণ গুলি
- নাম, লিঙ্গ, জন্মতারিখ এবং জাতীয়তা পরিবর্তন হইলে।
- পাসপোর্ট নম্বর, ভিসা প্রদানের তারিখ, মেয়াদোত্তীণের তারিখ পরিবর্তন হইলে।
- বিদেশীদের সংস্থা বা সংগঠন পরিবর্তন এবং নাম পরিবর্তন হইলে।
① বিদেশী নিবন্ধন পরিবর্তন আবেদন পত্র
② পাসপোর্ট এবং বিদেশী পরিচয় কার্ড
③ বিদেশী নিবন্ধন পরিবর্তনের জন্য দরকারী কাগজ
④ বাসস্থান পরিবর্তনের আবেদন পত্র
⑤ পাসপোর্ট এবং বিদেশী পরিচয় পত্র
বিদেশীরা রেজিস্টার করার পরে নিবন্ধন করার তারিখ হলে ১৪ দিনের মধ্যে বুউছোনন সিটি(☎032-320-3000) বা নিজে ইমিগ্রেশন(☎1345)গিরে রেজিস্টার পরিবর্তন করতে হবে।
৯০ দিনের বেশি লং টাইমে যে থাকে বিদেশীর বাইরে গিয়ে আবার আসতে চাইলে নিজের এলাকার ইমিগ্রেশনে(☎1345)গিয়ে রি-এট্রি ভিসার জন্য আবেদন করতে হবে।
যদি আজকে দেশের বাইরে যেতে চাইলে নিজ এলাকার ইমিগ্রেশনে অফিসে না গিয়ে বিমান বন্দর অথবা নৌ বন্দর ইমিগ্রেশন অফিসে গিয়ে রি-এট্রি ভিসার জন্য আবেদন করা যাবে। রি-এট্রি ভিসা না করে বা রি-এট্রি ভিসা করলেও নিদৃষ্ট তারিখের মধ্যে প্রবেশ না করলে ভিসা বাতিল হবে, এ ব্যপারে সতর্ক থাকতে হবে।
(2) প্রকারবচন: এক বছরের মধ্যে ১ বার কোরিয়াতে প্রবেশ করা যাবে বহু বচন: দূই বছরের মধ্যে ২ বারের বেশি কোরিয়াতে প্রবেশ করা যাবে
(3) প্রয়োজনীয়
① রি-এট্রি প্রবেশ অনুমতি আবেদন পত্র
② পাসপোট এবং বিদেশী নিবন্ধন কার্ড ( বিদেশী নিবন্ধন করে থাকলে )
③ ভিসার মেয়াদ যোগ্যতার জন্য দরকারী কাগজ
④ পরিশোধ: বচন ৩০,০০০ উওন, বহু বচন ৫০,০০০ উওন
বিদেশীরা কোরিয়ান বিবাহ(F-2-1) করলে তাদের সুযোগ-সুবিধার জন্য রি-এট্রি ভিসা করা যাবে। বিদেশী রেজিস্টার ভিসা বাড়ানো ও আবেদন করার জন্য ইমিগ্রেশন যেতে হলে মালটি-রি-এট্রি ভিসা লাগানো যাবে। মালটি-রি-এট্রি টা ২ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। এই ভিসা করতে গেলে (৫০,০০০ উওন) প্রয়োজন হবে না।
কোন বিদেশীরা ৯০ দিনের বেশি ভিসা থাকে,(৯০ দিনের কম হলে হবে না) যারা বর্তমানের ভিসা ব্যবহার করতে আছে, কিন্তু আর অন্য ভিসা করতে চাইলে নতুন কাজ করার আগে ইমিগ্রেশনে(☎1345) গেয়ে অনুমতি নিতে হবে
D-2 ভিসারে পড়াশুনা করতে আছে, কিন্তু S-3 ভিসা নিরে ঘন্ট হিসিবরে কাজও করতে ছাইলে। D-6 ধর্ম ভিসা করে আছে কিন্তু E-1 স্কুলে শিক্ষা দিতে চাইলে।
(2) প্রয়োজনীয়
① ভিসার মেয়াদ পরিবর্তন আবেদন পত্র
② পাসপোর্ট এবং বিদেশী নিবন্ধন কার্ড ( বিদেশী নিবন্ধন করে থাকলে )
③ ভিসার মেয়াদ বৃদ্ধি যোগ্যতার জন্য দরকারী কাগজ
④ খরচা : ৫০,০০০ উওন (D-2 ঘন্টা হিসাবের চাকুরী এবং F-2, ৩০,০০০ উওন )
কোরিয়াতে বসবাসরত বিদেশিরা যে প্রকার ভিসার অবস্তায় আছে তা বন্ধ কেরে অন্য ভিসাতে চলে যাইতে চাইলে নতুন ভিসার কাজ করার আগে ইমিগ্রেশন(☎1345) গিয়ে অনুমতি নিতে হবে।
C-2 ভিসা নিয়ে কোরিয়াতে এসে D-8 ভিসাতে পরিবতর্ন কারার যে লোক। D-4 ভিসা সেশি হরে D-2 ভিসা নিয়ে স্কুলে পড়াশুনা করার যে লোক। বিদেশীরা কোরিয়াতে অন্য ভিসাতে আছে, কিন্তু কোরিয়ান বিবাহ করেছে যে লোক।(F-2)
(2) প্রয়োজনীয়
① ভিসার মেয়াদ যোগ্যতা পরিবর্তন আবেদন
② পাসপোর্ট এবং বিদেশী নিবন্ধন কার্ড ( বিদেশী নিবন্ধন করে থাকলে )
③ ভিসার মেয়াদ যোগ্যতার জন্য দরকারী কগজ
④ খরচা : ৩০,০০০ উওন
কোন ভিসার মেয়াদ বাড়ানোর জন্য বা সর্ম্পকহীন কাজে এদেশে অবস্থা করতে চাইলে বিদেশীর ভিসার মেয়াদ শেষ হওয়ার ২ মাস আগে থেকে ভিসার মেয়াদ শেষ পর্যন্ত ইমিগ্রেশনে(☎১৩৪৫) গিয়ে ভিসার মেয়াদের জন্য আবেদন করতে হবে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আবেদন করলে জরিমানা দিতে হবে। ভিসার মেয়াদ শেষ দিন পর্যন্ত আবেদন করতে পারে কিন্তু ভিসা না পাইলে সেদিন থেকেই অবৈধ হয়ে যাবে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
(2) প্রয়োজনীয়
① ভিসার মেয়াদ বৃীদ্ধি করার জন্য আবেদন পত্র
② পাসপোর্ট এবং বিদেশী নিবন্ধন কার্ড ( বিদেশী নিবন্ধন করে থাকলে )
③ ভিসার মেয়াদ বাড়ানোর জন্য দরকারী কাগজ
④ খরচা : ৩০,০০০ উওন
উপরোক্ত নথিগুলি ছাড়াও নিম্নলিখিত নথিপত্র অবশ্যই সংলগ্ন করতে হবে।
- কোরিয়ান স্বামী অথবা স্ত্রী'র ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট
- কোরিয়ান স্বামী/স্ত্রী অধিবাসী নিবন্ধীকরণের অনুলিপি
যদি কোরিয়ান স্বামী/স্ত্রীর অন্যায্য আচরণের কারণে কোনো কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন কোনো অভিবাসী সম্মতির ভিত্তিতে বিবাব-বিচ্ছেদ নেন, তাহলে সেই বিবাব-বিচ্ছেদের জন্য কোনো নির্দিষ্ট পক্ষ সরাসরি দায়ী হবেন না। সেক্ষেত্রে ভিসার মেয়াদ নাও বাড়ানো হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে অভিবাসীকে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করার জন্য সুপারিশ করা হচ্ছে।
কোরিয়ান নাগরিককে বিবাহ করেছেন এমন অভিবাসীর করা বিবাব-বিচ্ছেদের মামলা চলাকালীন থাকার ভিসা প্রতি তিন মাস অন্তর পুনর্নবীকরণ করা হবে। যখন কোরিয়ান স্বামী/স্ত্রী অভিবাসীর সঙ্গে খারাপ আচরণ করেন অথবা ব্যক্তিগত সূত্র উল্লেখ করার ক্ষমতা প্রত্যাহার করেন যাতে স্বামী/স্ত্রীর কাছ থেকে কোনো সুপারিশ সূত্র আর পাওয়া যায় না, তখন অভিবাসী স্থানীয় অভিবাসন পরিষেবা কেন্দ্র, মহিলাদের সাহায্যকারী প্রতিষ্ঠান, মাল্টিকালচারাল ফ্যামিলি সেণ্টার এর কাছ থেকে পরামর্শদান পরিষেবা পেতে পারেন।
বিদেশী ভিসা আবেদন এবং প্রদান করতে গেলে নিজ নিজ এলাকায় ইমিগ্রেশন অফিসে যেতে হবে
আইন মন্ত্রনালয় ইমিগ্রেশন্ অফিস : ☎1345, http://www.immigration.go.kr ইনছোন ইমিগ্রেশন অফিস : ☎032-890-6300, ইনছোন সিটি জুংগু হাংদোং #৭ ১-৩১
(1) বিদেশী ভিসার মেয়াদ এবং পরিচয় পত্র আবেদন করাবিদেশীরা কোরিয়াতে বস-বাস করতে ৯০দিন এর কম হলে শট টাইম ভিসা, ৯১ দিন এর উপরে হলে লং টাইম ভিসা, এবং কোরিয়ান নাগরিক হওয়ার জন্য ভিসার ভাগ থাকে। লং টাইম ভিসা বা কোরিয়ান নাগরিক হতে চাইলে কোরিয়াতে আসার ৯০ দিনের ভিতরে ইমিগ্রেশনে গিয়ে রেজিস্টার করতে হবে।
(2) বিদেশী পরিচয় পত্র প্রদান পদতিপরিচয় পত্র প্রদান করার সময় তা ইমিগ্রেশন অফিসে আলাদা ভাবে প্রদান করতে হবে, কিন্তু আবেদন করার পরে ৭ দিন থেকে ১০ দিনের মধ্যে নিজেরা গিয়ে গ্রহন করতে পারে, অথবা ৩,০০০ উওন টাকা জমা করলে কুরিয়ার সার্ভিস আপনার বাসায় পর্যন্ত পৌঁছাইয়া দিবে।