ময়লা ফেলে দিতে হলে সুপার মার্কেট দোকান থেকে পলিথিন কিনতে হবে। ১০ লিটার এবং ২০ লিটার পলিথিন ব্যাক পাওয়া যাবে।
(2) খাবার ময়লাখাবার ময়লা ফেলে দিতে হলে পানি ছাড়া এলাকার মধ্যে খাবার যে বক্স আছে সেখানে ফেলতে হবে।
(3) পরিশোধন ময়লারি-সাইকেল ময়লার মধ্যে ব্যবহার করা থাকে যে, কাগজ, কাচের বতোল, ককশিট,(খাপ্ নামংন) ক্যন, প্লাষ্টিক বোতল, সাদা পলিথিন বা ব্যগে ঢুকিয়ে এলাকা ভিক্তিক অনুযায়ী ময়লা ফেলতে হবে।
(4) বৃহদাকৃতি আবর্জনাবৃহদাকৃতি আবর্জনা, যা সাধারণ প্লাস্টিকের তৈরি আবর্জনা ফেলার ব্যাগে ফেলা যায় না যেমন আসবাবপত্র, ডেস্ক অথবা টেলিভিশন, সম্পর্কে স্থানীয় কমিউনিটি সেণ্টার-এ জানাতে হবে। বাড়ির সামনে তুলে নেওয়ার জন্য সেগুলি রাখার আগে হলুদ স্টিকার অবশ্যই কিনতে হবে এবং এইসব সামগ্রীর সঙ্গে লাগিয়ে দিতে হবে।
কোরিয়ার শিক্ষা ব্যবস্থা 6 বছরের প্রাথমিক স্কুল, 3 বছরের মিড্ল স্কুল, 3 বছরের হাই স্কুল এবং 4 বছরের কলেজ (অথবা 2 বছরের কমিউনিটি কলেজ) নিয়ে গঠিত। প্রাথমিক এবং মিড্ল স্কুলের শিক্ষা বাধ্যতামূলক এবং বিনামূল্যে দেওয়া হয়।
▶ শিক্ষা কর্মসূচিপ্রতিটি বছর দুটি ছয়মাসব্যাপী পঠনপাঠনকাল অর্থাৎ সেমিস্টার নিয়ে গঠিত। প্রথম সেমিস্টার এর পরে এক মাসের গ্রীষ্মের ছুটি এবং দ্বিতীয় সেমিস্টারের পরে দু'মাসের শীতকালীন এবং বর্ষশেষের ছুটি থাকে যা পঠনপাঠনের পরবর্তী বর্ষের সূচনা পর্যন্ত থাকে। প্রথম সেমিস্টার সাধারণত ফেব্রুয়ারির শেষে অথবা মার্চ এর প্রথমে শুরু হয় আর দ্বিতীয় সেমিস্টার অগস্ট এর শেষে অথবা সেপ্টেম্বর এর গোড়ায় শুরু হয়।
(1) প্রাথমিক স্কুলপ্রাথমিক স্কুল প্রথম থেকে ষষ্ঠ গ্রেড নিয়ে। ছয় অথবা তার বেশি বয়সের শিশুরা প্রাথমিক স্কুলে শিক্ষা পাওয়ার যোগ্য। ছাত্রছাত্রীরা যেসব বিষয় শেখে তার মধ্যে আছে কোরিয়ান, গণিত, নীতিশাস্ত্র, সমাজবিদ্যা, বিজ্ঞান, সঙ্গীত, চারুশিল্প, ক্রিড়া এবং অন্যান্য বিষয়। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং বিনামূল্যে দেওয়া হয়। যদি পিতা-মাতা তাঁদের শিশুদের প্রাথমিক শিক্ষা না দেওয়াতে পারেন, তাহলে তাঁদের আইনসম্মত শাস্তি হয়।
▶ স্কুল ছুটির পরবর্তী কর্মসূচিস্বল্প আয়ের পরিবার অথবা দু'জন আয় করেন এমন পরিবারের শিশুদের সরকার স্কুল ছুটির পরে বিদেশী এবং শিক্ষা পরিষেবা দেয়। স্কুল ছুটির পরের ক্লাস (স্কুলের শিক্ষক-শিক্ষিকা নেন), বিদেশীদের জন্য আঞ্চলিক কেন্দ্র, স্কুল ছুটির পরে বসে এমন আ্যাকাডেমি এবং আফটার-স্কুল নার্সারি (বিদেশীদের জন্য সুযোগ-সুবিধা) প্রাথমিক, মিড্ল স্কুল এবং হাই স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষা এবং পাঠক্রম বহির্ভূত পরিষেবা দেয় এবং তাদের হোমওয়ার্ক এর কাজে সাহায্য করে।
(2) মিড্ল স্কুলকোরিয়ায় মিড্ল স্কুলের তিনটি গ্রেড আছে। ছাত্রছাত্রীরা কোরিয়ান, সমাজবিদ্যা, গণিত, বিজ্ঞান, প্রযুক্তি, গার্হস্থ্য অর্থনীতি, ক্রিড়া, সঙ্গীত, চারুশিল্প এবং বিদেশী ভাষার (ইংরেজি) মত বিষয়ে শেখে। সরকার সাধারণত ছাত্রছাত্রীদের নিকটবর্তী মিড্ল স্কুল-এ পাঠায়। প্রাথমিক শিক্ষার মতই মিড্ল স্কুলের শিক্ষাও বাধ্যতামূলক। যদি পিতা-মাতা তাঁদের শিশুদের মিড্ল স্কুলের শিক্ষা না দেওয়াতে পারেন, তাহলে তাঁদের আইনসম্মত শাস্তি হয়।
(3) হাই স্কুলকোরিয়ার হাই স্কুলে তিনটি গ্রেড আছে এবং একে নিয়মিত, বৃত্তিমূলক, বিজ্ঞান ও বিশেষ হাই স্কুলে ভাগ করা যায়। বিজ্ঞান এবং বিশেষ হাই স্কুলে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ছাত্রছাত্রীদের ভর্তি করা হয় যেখানে নিয়মিত হাই স্কুলে লটারির ভিত্তিতে সংশ্লিষ্ট অঞ্চল থেকে আবেদনকারী ছাত্রছাত্রীদের মধ্যে থেকে বেছে নিয়ে নির্বাচন করা হয়। যেহেতু হাই স্কুলের শিক্ষা বাধ্যতামূলক নয়, তাই টিউশন এর প্রয়োজন হয় এবং তা বিভিন্ন অঞ্চল এবং স্কুলে বিভিন্ন হয়। হাই স্কুলে, বিজ্ঞান এবং বিশেষ হাই স্কুল ছাড়া, সাধারণত টিউশন এর খরচ প্রতি তিন মাসে 400,00 উওন হয়। স্বল্প আয়ের পরিবারের জন্য টিউশনের খরচে ছাড় দেওয়া হয়।
(4) উচ্চশিক্ষাকোরিয়ান কলেজগুলিকে 4 বছরের বিশ্ববিদ্যালয় এবং 2 বছরের কমিউনিটি কলেজে শ্রেণীভুক্ত করা যায়। 4 বছরের বিশ্ববিদ্যালয় সাধারণত বৃত্তিমূলক প্রশিক্ষণের পরিবর্তে প্রাতিষ্ঠানিক পড়াশোনার ওপর নজর দেয়। 2 বছরের কমিউনিটি কলেজ বৃত্তিমূলক প্রশিক্ষণের পাঠক্রম পরিচালনা করে। কলেজগুলিকে তাদের লক্ষ্যের ওপর ভিত্তি করে নিয়মিত, বিশেষ উদ্দেশ্যসাধনকারী এবং বিশেষ কলেজে শ্রেণীভুক্ত করা হয়। বিশেষ উদ্দেশ্যসাধনকারী কলেজের মধ্যে আছে শিক্ষাদানকারী কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয়, কোরিয়া ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তির কলেজ। বিশেষ কলেজের অন্তর্ভুক্ত হল মিলিটারি অ্যাকাডেমি, পুলিশ অ্যাকাডেমি এবং ট্যাক্স কলেজ। কলেজের জন্য আবেদন করার আগে কলেজে আবেদনকারীরা অবশ্যই নম্বর পাওয়ার জন্য বার্ষিক আনুষ্ঠানিক শিক্ষার যোগ্যতা বিচারের পরীক্ষা দেবে।
▶ কলেজের শ্রেণীবিভাগ4 বছরের উত্তর-মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে আছে বিশ্ববিদ্যালয়, শিল্পশিক্ষার কলেজ, শিক্ষাদানকারী কলেজ, কোরিয়া ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এবং অনলাইন কলেজ। 2 থেকে 3 বছরের উত্তর-মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আছে কমিউনিটি এবং বৃত্তিমূলক শিক্ষার কলেজ।
বহুসাংস্কৃতিক পরিবারের শিশুদের অধিকার আছে বিদেশীদের কেন্দ্র অথবা কিণ্ডারগার্টেন ব্যবহারের ব্যয়ের জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার, তাদের পরিবারের ধনসম্পদ অথবা পারিবারিক আয় যাই হোক না কেন।
মেডিক্যাল সমিতির সদস্য হলে সমিতির অন্তভূক্ত প্রাইভেট হাসপাতালে ৬০% থেকে ৭০% অথবা বড় হাসপাতালে চিকিৎসা করতে গেলে ৪০% থেকে ৫০% ছাড় পাওয়া যাবে। হাসপাতালে ভর্তি অথবা অপারেশন করতে গেলে মোট বিল থেকে খাওয়া এবং রুম ভাড়া ব্যাতিত ৫০% আর্থিক সহযোগীতা পাওয়া যাবে।( ১জন ১০ লক্ষ উওন পর্যন্ত) কিন্তু সন্তান প্রসব ও ডেলিভারীর ক্ষেত্রে কমপক্ষে ৪ মাস পূর্বে সদস্য হইতে হবে। সাভাবিক ভাবে সন্তান প্রসব হলে ২লক্ষ উওন এবং অপারেশন করা হলে ৪ লক্ষ উওন সাহায্য পাওয়া যাবে। এই ক্ষেত্রে স্বামী-স্ত্রী দু’জন কে সমিতির সদস্য হইতে হবে। ১২ বছরের নিচেই সন্তানের চিকিৎসার জন্য মা-বাবার নামে একজন করে অর্থ ছাড়া সদস্য হওয়া যাবে।
সদস্য হইতে প্রয়োজন: পাসপোর্ট ফটোকপি, ছবি ২ কপি, প্রাথমিক চাঁদা ৫,০০০ উওন প্রত্যেক মাসে চাঁদার পরিমান : ৬,০০০ উওন কোরিয়া বিদেশী স্বাস্থ্য সেভা : ☎02-3147-0516~8 এশিয়া মানবাধিকার সংস্কৃতি কমিটি : ☎032-684-0244 বুছোন বিদেশী শ্রমিকদের হাউস : ☎032-654-0664
যদি আপনি অসুস্থ অথবা আহত হন, তাহলে অধিকাংশ ক্ষেত্রে ডাক্তার দেখানোর জন্য আপনাকে স্থানীয় চিকিৎসাকেন্দ্র যেতে হবে। যেহেতু বিভিন্ন চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন শ্রেণীর অধীনে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, ডাক্তার দেখানোর আগে রোগীকে অবশ্যই সমস্যাটিকে শনাক্ত করতে হবে। পরিষেবা পাওয়ার জন্য একটি চিকিৎসা বিমা কার্ড অবশ্যই প্রয়োজন হবে।
চিকিৎসা বিমাএমপ্লয়েমেণ্ট প্রফিট প্রোগ্রাম এর মাধ্যমে নিযুক্ত সব কর্মী স্বয়ংক্রিয়ভাবে স্টেট এর চিকিৎসা বিমা কর্মসূচির অন্তর্ভুক্ত হবেন। বিদেশী অধিবাসীরা কোরিয়ার নাগরিকদের মত একই বিমার অন্তর্ভুক্ত। সাধারণ নিয়োগকর্তারা চিকিৎসা বিমায় তালিকাভুক্তির প্রক্রিয়াটি পরিচালনা করেন এবং নিয়োগকর্তা বিমার কিস্তির 50% ব্যয়ভার বহন করেন (বাকিটা কর্মীদের বহন করতে হয়)। স্টেট এর বিমা তহবিলের অন্তর্ভুক্ত হল চিকিৎসা পরিষেবা মাশুলের একাংশ (গড়ে 60%) এবং বিমার অন্তর্ভুক্ত নয় এমন ব্যয় রোগীকে মেটাতে হয়। অনিবন্ধীকৃত বিদেশী অধিবাসীরাও প্রাথমিক চিকিৎসা পরিষেবা পান।
চিকিৎসা বিমার জন্য আবেদন না করাযখন চিকিৎসা গাড়ি বিমা অথবা শিল্পক্ষেত্রের দুর্ঘটনা বিমার অন্তর্ভুক্ত, যখন শিল্পক্ষেত্রে কোনো দুর্ঘটনার কারণে চিকিৎসার জন্য চিকিৎসা বিমা মেটানোর দায়ভার নিয়োগকর্তাকে নিতে হয় অথবা যখন অপরাধমূলক কাজকর্মের মত কোনো বেআইনি ক্রিয়াকলাপে দোষী ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে হয়, তখন চিকিৎসা বিমা প্রযোজ্য নয়।
চিকিৎসা বিমা নেই এমন বিদেশীযেসব বিদেশী কর্মী সরকারি চিকিৎসা বেনিফিট (স্বাস্থ্য বিমা) এর অন্তর্ভুক্ত নন, তাঁরা একটি গ্রাহক চাঁদা দিলে চিকিৎসার ব্যয়পূরণ কর্মসূচির যোগ্য হতে পারেন। তালিকাভুক্তির ফি, যার পরিমাণ 5,000 উওন, দেওয়ার জন্য আবেদনকারীকে স্থানীয় বিদেশী কর্মীদের পরামর্শদান কেন্দ্রে যেতে হবে 6,000 উওন প্রথম মাসিক ফি, দুটি সচিত্র পরিচয়পত্র এবং তাঁর পাসপোর্ট এর কপি নিয়ে, যাতে তিনি কর্মসূচিতে যোগদান করতে পারেন। বেসরকারি চিকিৎসাকেন্দ্রের পরিষেবার জন্য কর্মসূচির গ্রাহকদের সাধারণত মোট চিকিৎসা বিল এর 30% থেকে 40% দিতে হয় এবং তাঁরা সাধারণ হাসপাতালে 40% থেকে 50% ছাড় পান।
ন্যাশনাল হেলথ ইন্সিওরেন্স কর্পোরেশন ☎1577-1999 উত্তর Bucheon শাখা (উত্তর Songnae স্টেশন) : ওয়ার্ল্ড টাওয়ার এর 9ম এবং 10ম তল, 454-1 Sang-dong, 56 Songnaedaero, Wonmi-gu, Bucheon দক্ষিণ Bucheon শাখা (দক্ষিণ Bucheon স্টেশন): Jueun Medis টাওয়ার এর 6ষ্ঠ এবং 7ম তল, 746 Simgokbon-dong, Sosa-gu, Bucheon
কোরিয়ায় বসবাস করার সময় বিদেশী অধিবাসীরা যে সমস্যার সম্মুখীন হন পরামর্শদান পরিষেবা এবং শিক্ষার মাধ্যমে তার সমাধানের জন্য এবং কোরিয়ায় আরও সামাজিক স্থিতিশীলতা আনার জন্য মাইগ্র্যাণ্ট সার্ভিস্ সেণ্টার এবং পরামর্শদান কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। বকেয়া বেতন, হিংসা, মানবাধিকার লঙ্ঘন, আইনি সমস্যা এবং বসবাসের অসুবিধা সংক্রান্ত সমস্যার সমাধানে সাহায্য করার জন্য পাঁচটি মাইগ্র্যাণ্ট সার্ভিস্ সেণ্টার Suwon, Ansan, Siheung, Namyangju, Hwaseong) পরামর্শদান পরিষেবা দেয়।
Gyeonggi রাজ্যে মাইগ্র্যাণ্ট সার্ভিস্ সেণ্টার
প্রতিষ্ঠান | ঠিকানা | ফোন |
---|---|---|
Namyangju মাইগ্র্যাণ্ট সার্ভিস্ সেণ্টার | 33-9 Nokchon-ri, Hwado-eup, Namyangju | ☎031-594-5821 |
Suwon মাইগ্র্যাণ্ট সার্ভিস্ সেণ্টার | 72-2 Mesan 3 St. Paldal-gu, Suwon | ☎031-223-0075 |
Siheung মাইগ্র্যাণ্ট সার্ভিস্ সেণ্টার | 1366-6 Jeongwang-dong, Siheung | ☎031-434-0411~3 |
Ansan মাইগ্র্যাণ্ট সার্ভিস্ সেণ্টার | 991-1 Wongok-dong, Danwon-gu, Ansan | ☎031-481-3301 |
Hwaseong মাইগ্র্যাণ্ট সার্ভিস্ সেণ্টার | 924-2 Gumuncheon-ri, Hyangnam-eup, Hwaseong | ☎031-8059-1261 |
Gimpo ফরেইন রেসিডেণ্ট সার্ভিস্ সেণ্টার | 2769 Hakun-ri, Yangchon-eup, Gimpo (within Gimpo Gold Valley) | ☎031-985-7021 |
Bucheon মাল্টিকালচারাল ফ্যামিলি সাপোর্ট সেণ্টার
প্রতিষ্ঠান | ঠিকানা | ফোন |
---|---|---|
Bucheon মাল্টিকালচারাল ফ্যামিলি সাপোর্ট সেণ্টার | 394-2 Sang-dong, Wonmi-gu, Bucheon(509, 5th floor of Boksagol Culture Center) | ☎032-320-6390~7 |
Bucheon-এ বিদেশী বাসিন্দাদের জন্য NPO
প্রতিষ্ঠান | ঠিকানা | ফোন |
---|---|---|
Gyeonggi গ্লোবাল সেণ্টার | 506 Daewoo Plaza, 373 Songnae 2-dong, Sosa-gu, Bucheon | ☎032-343-1412 |
টুগেদার ফাউণ্ডেশন | 23-18 Sosa-dong, Wonmi-gu, Bucheon | ☎032-343-7575 |
Bucheon-এ বিদেশীদের জন্য NPO
প্রতিষ্ঠান | ঠিকানা | ফোন |
---|---|---|
Bucheon মাইগ্র্যাণ্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার সেণ্টার | 23-18 Sosa-dong, Wonmi-gu, Bucheon | ☎032-348-7575 |
Bucheon মাইগ্র্যাণ্ট ওয়ার্কার্স হাউজ্ | 3th floor 1093-1, Jung 2-dong, Wonmi-gu, Bucheon | ☎032-654-0664 |
এশিয়ান হিউম্যান রাইটস্ কালচারাল অ্যালায়েন্স | 279-13 Dodang-dong, Wonmi-gu, Bucheon | ☎032-684-0244 |
Bucheon মাল্টিকালচারাল সেণ্টার | 135-8 Chuneui-dong, Wonmi-gu, Bucheon | ☎031-677-7480 |